গায়ের গন্ধ বিছানোর চাদর মেখে গায়ে ছড়িয়ে গেছে,
গল্প গুলো কেশো রাশি ছুঁয়ে,
ভাবনার হাত ধরে জানালা দিয়ে পালিয়ে গেছে।
তবুও শরীরের তাপে জানালায় কেবল ভরসা।
ব্যাভিচারিতায় সম্বল,
তৃপ্তির রসানলে কামনার ফাঁকে,
খোলা জানালা।
তৃষ্ণা উদর পেরিয়ে ভেগের থালায়,
নিজেই আজ অর্পিত।
এই সবের স্বাক্ষী কেবল,
শয্যার চাদর।
মায়ের মুখে হাসী,
ছেলের ক্ষুধার্থ পেটে শান্তি,
কিম্বা স্বামীর পথ্যের চেষ্টা।
সবি মিলে এই জানালায়,
এই জানালার এক চিমটে মাটিতেই তৈরী হয় উমা।
তুবুও জানালাটা নাকি,
ব্যাভিচারি জানালা।