সত্য আজ মিথ্যার ভিড়ে,
আহারের হাহাকার দরিদ্র নিড়ে।
সভ্যতার চাকে পৃষ্ট,
হাজার পথচারী।


দেহ আজ পন্য,
এক মুঠো আন্নের জন্য।
রাক্ষস রূপী রাবনের দল,
পলভনে মানুষের সাথে করে ছল।


চোখে বহু বিশ্বাস নিয়ে,
ভালোবাসার মিথ্যা জালে মাতিয়ে।
ভগোর নদী কুলে,
ডাক দিয়ে যায় প্রজন্মরে।


হাহাকার চারি ধারে,
সভ্য অর্থনিতী পরে,
অন্নের কারিগর, দু- মুঠো অন্নের ত্বরে,
মাথা কুটে মরে।


কবির সোনার বাংলায়,
এসেছে দুর দিন।
সবেমিলে করি পন আজ,
চল রক্ষা করি মানবতার লাজ।


গড়ি মাটির বাংলারে,এ মাটির পরে,
মানবতারে মাটি দিয়ে মেজে,
সব ভেদাভেদ ভুলে, ভালোবাসারে সঙ্গেলয়ে,
একি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি আমরা সবাই মানুষ যে।