হে মৃত্যু তুমি কত ভয়ঙ্কর,
জীবনের পূর্ণ সত্য তুমি।
তোমাকে লভিলে চির শান্তি,
হে মৃত্যু তোমায় নমি।


জীবন ধাঁধার শেষ গল্প তুমি,
পার নেই তোমা হতে।
জীবনের সার তুমি,
হে মৃত্যু তুমি সৃষ্টির পথে।


লভিতে হবে তোমায়,
সমস্ত জীবপ্রজাতিরে।
তবু কেন এত দ্বেষ,
মানবের অন্তরে।


তব জয়ে ব্রম্ভের সন্ধান,
মিলবে ব্রম্ভ জ্ঞান।
হে মৃত্যু করতে তোমায় জয়,
পরম ব্রম্ভের ধ্যান করতে হয়।