ভাঙা-চোরা টালি,
বৃষ্টি গলে,
কালবৈশাখী চোখ রাঙাই,
উড়িয়ে দেবে বলে।
পুরানো পাটার তক্তা,
তার নিচে রাত কাটে,
ভয়ে ভয়ে।
শিশির কনা
মাঝে মাঝে হৃদয় ছুঁয়ে যাই,
স্বপ্ন গুলো কুঁড়ে ঘরে ঘুমায়।
টালির ফাঁকে
অট্টালিকা হাত ছানি দিয়ে যাই,
বাস্তবের মাঝে স্বপ্ন আমায় খোঁচাই।


নুন আন্তে পান্তা ফুরায়,
পান্তার নাকি স্বপ্ন!
হাভাতের ভাঙা কুঁড়ে,
অট্টালিকার দ্বারে কুঁড়ে সেতো পণ্য।


ঘুমিয়ে থাকো মন,
স্বপ্ন দেখনা,
স্বপ্ন সেতো যন্ত্রণা,
কুঁড়ে তোমার অট্টালিকা,
দুঃখের মাঝে সুখকে কর কল্পনা।
মন, ভেবো সবি বিধির খেলা,
ভাসিয়ে দিয়ো তাই দুঃখের নগরীতে সুখের ভেলা।