সৃষ্টি তুমি আছো সৃষ্টির মাঝে-
আমি আছি সৃষ্টি তোমাতে,
হে মানব অধিকারি-
হে মানবী বিচারী।


নাম জপি মাতা মাতে-
বাবা জাগে শ্মশানে,
এমনি অগ্নি ভাবে-
ভূমি ফোঁটে গগনে।


কেমনে বোঝায় মাগে-
বুঝায় কেমনে মানুষে,
মানুষ মাতে স্বার্থ বিনে-
স্বার্থ তরাত্বরের হিতে,
মাতা মাতে বাবা জাগে-
স্বার্থ বিনা নিঃস্বার্থ মনে মানুষের জন্যে।


থাকো কেন গগন ভেদি-
স্বর্গ নরক ভাসি শূণ্যে পৃথ্বী,
মর্তে আছে কতো জীবন যানি-
পাতাল ভূমি গামী,
আমরা ভবের বসতি -
মানুষ কি মান-হুঁশ তাও কিবা জানি।


এমন ডুব তলানি আগেতো দেখিনাই-
মানুষ ডোবে শুকনো তলে অনর্গলে হাই,
নর নারীর জাত বিচারীর বালাই নাই-
এমন সাগরে নদে নাহলে ডুবিতে কি আর পারে তাই,
তুমি আছো সৃষ্টির মাঝে-
আমি আছি সৃষ্টি তোমাতে।


আমি চলি মায়ের মানে মায়ের পানেতে-
মায়ের মান রক্ষী চাহিবারে সম্মান্নিতে,
চলি আমি মায়ের পানে মায়ের মানেতে-
সৃষ্টি তুমি আছো সৃষ্টির মাঝে মাঝারে,
খোদাই তুমি মায়ের মান রক্ষীতে-
আমি আছি সৃষ্টি তোমাতে।


সৃষ্টি তুমি আছো সৃষ্টির মাঝে-
আমি আছি সৃষ্টি তোমাতে।
সৃষ্টি তুমি আছো সৃষ্টির মাঝারে-
আমি আছি সৃষ্টি তোমাতে।