অভিমান করো না হে মোর প্রেয়সী
আমি যে তোমারি প্রেম পিয়াসি।
আমি চাই না দেখতে বিষণ্ণ চাঁদ
বিষন্নতায় শুধু  ভরুক আমার বুকের সব বাঁধ;
তুমি থাক প্রসন্ন দিবা-রাত।,
এই কামনায় থাকে আমারি দুহাত।


সয়ে যাব বিষন্ন জোৎস্না, নির্ঘুম রাত, অন্ধকার অমাবস্যা,
সয়ে যাব সাইক্লোন, টনের্ডো, জলোচ্ছ্বাস,
সয়ে যাব সব প্রাকৃতিক দুযোর্গের ঘনঘটা।
শুধু চেয়ে দেখে ঐ অম্লান মোহনা, পাগল করা হাসি, কাজল কালো দুটি আখি, ভুবন ভুলানে কেশ, দুর্লভ ওষ্ঠ;
আমি সয়ে যেতে পারব সব বিপত্তি।


হে মোর প্রিয়তমা,
তুমি শুধু অভিমান করো না।,
অভিমানে যখন তেমার দুচোখ করে টলমল
আমার পৃথিবী তখন থমকে দারায়।
উল্টে যায় বিষুব রেখা। আকাশ।


হে মোর দিবস-রজনী,
তুমি শুধু অভিমান করো না।
অভিমান করো না।


কিশোরগঞ্জ
২৯.০১.২০১৭