সাফ কথা!
বলছি রে ভাই, ‘চুপ! তোদের দু’ঠোট চেপে ধর।
ওরে, তোরা মাথা ঠুকে এ মনিবকে সেলাম কর।
লাটে উঠেছে আয় রোজকার, কষ্ট সয় না গায়ে?
খিদের জ্বালায় দড়দড়িয়ে অশ্রু ঝরে অধর বেয়ে?
করবি কী রে? মেনে নে এ মনিব করছে যেটাই।
বুকে তুষের আগুন? চাপা দিয়ে রাখ সেসব ছাই।
দাউদাউ করে জ্বলছে বাজার? হাতে লাগছে আঁচ?
সে যাই হোক তোরা মনিবকে মাথায় তুলে নাচ।