ও মালী, বাগানে তুই ফলাবি ফুল-ফলাদি?
তোর মনের বাসনা ঠিক তেমনি হয় যদি
বল দেখি মালী, বেড়ার করলি কী?
ফল-ফলাদির এতো ক্ষতি হতো কি
বেড়ার দিকে তোর নজর থাকতো যদি?


বারো বছর কম তো নয়, তুই করলি কী?
এসময় আবাদ করলে সোনা ফলতো নাকি?
যেথায় ভেঙ্গেছে বেড়া সারালি না  
কী করে বুঝবো তোর ভাবখানা
ছাগল ঢোকার পথ সুগম করে দিলি নাকি?


ওরে, ক্ষুধার জ্বালায় যখন সয় না ধকল
ভাঙা বেড়া পেলে ঢুকবে না ছাগল
সে কখনো হয়? ফাঁকফোকর দিয়ে
মাথা গলাবেই ওরা একটু কষ্ট সয়ে
সুযোগ পেলে শরীর করবে কেন বিকল?


এই দীর্ঘ সময় বাগানে আবাদ করলি যদি
বল দেখি মালী, কোথায় গেল ফুল-ফলাদি?
ভেবেচিন্তে এখন বল দেখি তুই মালী
ভাঙ্গা বেড়া দিয়ে কত ছাগ ঢোকালি?
আর আদর যত্ন করে পুষেছিস কত গবাদি?


সবই নষ্ট হলো? শুধুই খালি জমি দেখালি
বেশ তো, অজুহাত দেখাতেও নেমে পড়লি
যাই বলিস, হাতে-নাতে ধরা পড়েছিস
পশুর পায়ের ছাপ মুছতে ভুলে গেছিস
বুঝতে বাকি? ছলাকলা করতে ব্যস্ত ছিলি।


ছাগলদের কথা বলবো কী? অভুক্ত ওরা
খুঁটে ঘাস খাবে কি? সব জমি-ই ন্যাড়া
পশুগুলো ধরা পড়ে যখন খোয়ারে
ওদের জন্য ছুটে গেছিস এই শরীরে
ওরে, নজর এড়ালো বেড়ার বাইরে যারা?


মালী, তাদের জন্য তুই এযাবৎ করলি কী?
ভেবেচিন্তে এই ভেদবুদ্ধির কারণ বলবি কি?
ব্যাঙ ও হাঁচি দেয় তোর কাণ্ড দেখে
ভাবি এই দেখে পড়েছিস কি পাঁকে
ওরে মালী, ভাবিস পাঁকে পড়লে করবি কী?