রোদ বৃষ্টি ঝর জলে ঘোলাটে তামাটে হয়ে,
গর্ভে রাখে ভ্রূণটি ধরে অতি যতন করে ¦
ফুলটি তাঁর কেমন হবে রাঙ্গা না কি কালো ?
কালো যদি হয় সে , জ্বালবে না কেউ আলো ¦


ব্যথা দিয়ে ঠিকরে আসে জীবন ফুলের বেসে ,
নীরব পাতা চেয়ে থাকে ব্যথা চেপে বুকে ¦
রাঙ্গা ফুলে বসবে অলি ভ্রমর শত শত
কালো ফুলের কান্না শুধু শুনবে পাতা দুটো ¦
                      
                         **********
প্রবীর --
৩১ শে শ্রাবণ ১৪২৪
বৃহস্পতিবার
১৭ ই আগস্ট ২০১৭