আজ বরষার শেষ দিনে,
বর্ষা গেছে আকাশ ছেড়ে
পেঁজা তুলো উড়িয়ে দিয়ে
রোদ উঠেছে ঝলমলিয়ে
যাবার আগে হটাত্ কেন
গ্রাম গঞ্জ ভাসিয়ে দিলো
মনের কথা কে বা জানে ?
নদীর জল ভাসিয়ে নিলো
কতো শহর কতো গ্রাম
কতো মানুষ কতো প্রান
ভেসে যাঁরা যাবার,
তাঁরাই ভেসে গেলো !!!!
তাঁরাই ভাসে প্রতি বছর
আবার ভাসবে আসছে বছর
বর্ষা ঋতু এলে ¦¦
বর্ষা ঋতু এলে পরে
নদীর বুকে পলি পরে
ঘর যায় জলের তলে,
চাষের জমি নদী হয়ে
জলের তলে যাবে
প্রতি বছরই হবে ¦
দুদিন পরে জল নামবে
দুর্গা পূজা এসে যাবে
ওঁদের কথা রাখবে মনে কে ?
এমনই করেই এদেশেতে
গ্রীষ্ম বর্ষা আসবে যাবে
এমনই করেই প্রতি বছর
যাঁরা ভাসার তাঁরাই ভাসবে ¦¦
             *******
প্রবীর --
৩২ শে শ্রাবণ ১৪২৪
শুক্রবার
১৮ই আগস্ট ২০১৭