অনুভূতি
***প্রদীপ চৌধুরী***


ও গাছ, আমি তোমায় দেখে
কবিতা লিখি জান?
আকাশ বুঝি রাগ করে তাই দেখে
সূর্য মামাও অস্ত চলে যায়
অন্ধকারের চাদর গায়ে ঢেকে|
তারা, আমি রাত্রি বেলায়
ছাদকে যায় জান?
এক পলকে দেখবো তোমার বলে
শিশির বুঝি হিংসা করে তাই
চুব চুবিয়ে ভিজিয়ে দেয় জলে|
বাতাস, আমি তোমার মাঝেই
সান্ত্বনা পায় জান?
হৃদয় মাঝে ছন্দ তুমি দাও
রাগ করে তাই চাঁদ আমায় দেখে
বলে, তোমার সাথে বন্ধ কথা যাও|
কোকিল, তুমি গাছে বস আবার
তোমায় দেখে চক্ষু জুড়ায় জান?
গাও দেখি এক বিরহের গান তুমি
সেই গানেতে বৃষ্টি আসুক নেমে
ভিজিয়ে দেক মনের মরুভূমি|