গর্ব আমার মাতৃভূমি
        ভাষা অলংকার|
সব ধর্মের ঐক্য হেথায়
         রুদ্ধ নয় দ্বার||
সকাল বেলার আকাশ বাতাস
           মিষ্টি পাখির গান|
সুরের ছোঁয়ায় জাদু আনে
        ভরিয়ে দেয় প্রাণ||
জটিলতা আছে অনেক
          তবু আছি সুখে|
অন্ধকারের কালো ছায়া
          নেই বাংলার বুকে||
সমাজ এখন পাল্টে গেছে
         আসছে নতুন যুগ|
নতুন সাজে উঠেছে ভরে
         এই বাংলার মুখ||