আগুনকে  নেভাও, চেপে রেখ না ...
চেপে রাখতে পারো ...কিন্তু, ধোঁয়া আটকাবে কি করে ?
ধোঁয়ায় যে দম বন্ধ হয়ে আসছে ...
মাস্ক  পরে ধোঁয়ার  সাথে যুঝতে চাইছ বুঝি ?
চাপা আগুনকে একটু  নাড়িয়ে দিয়ে ...হয়ত
আগুনের অস্তিত্ব জানার চেষ্টা করছ কিনা কে জানে?
চলো এক কাজ করি ... মেঘকে-ই ডাকি ...বৃষ্টি আসবে ...
তাতে আর যাই হোক ,আগুনের অস্তিত্ব জানার ইচ্ছেটা লোপ পাবে ।


মানুষ তো সমুদ্রকে  খুব ভালবাসে ...তাই না ? তাহলে
তুমি ,আমি দুজনে মিলে-ই ,চলো না সমুদ্রকে-ই  ডাকি ...।
সমুদ্রে –ও ঝড় ওঠে ...আবার সমুদ্র শান্ত হয় ...
আমরা-ও তো ওর থেকে শিক্ষা নিতে পারি... কেন যে ভুলে যাই ?
ধর্ম মানে ত ধারণ করা ...আমরা যখন পরস্পরকে
ধারণ –ই করতে পারছি না ...তাহলে চলো ,সমুদ্রকেই ভার দিই...।
কত শত নদীর জল বুকে ধারণ করে... ও আজও প্রবহমান ...
এই ধারণ করতে সমুদ্রর তো কোন জ্বালা ধরে নি ...তবে আমাদের... কেন?