সে-ই ভোরবেলা থেকে –ই নদীতে ...
যত দূরে যাই ...দেখি, বাকি পরে আছে আরও কত ...।
ছন্দ ,গীতি, নৃত্যের তালে  কেটে  গেছে কত  পথ ...
বাকি পরে আছে আরও  যত...
হোক, সোনালী সূর্যের  আলোক –রশ্মি –তে ঝলমল ...।
নদীর জলের মতো স্বচ্ছ ভালবাসার প্রত্যাশাতেই...
সূর্য রবে অবিশ্রান্ত শিফটিং ডিউটিতে প্রবহমান...।
না, আজ থেকে ছায়া নিয়ে আর খেলা নয় ...
লাভ –লোকসানের হিসেব আজ  থেকে আর নয় ...
প্রতিদানের - প্রত্যাশাহীন  ভালবাসার প্রবহমানতায়
তটের পর তট পেরিয়ে বয়ে চলি সাগরপানে...
শুভ্র মেঘের দল সীমান্তে মিশে যায়...
ভাটিইয়ালির সুর ভেসে আসে বহু দূর থেকে ...
পরিতৃপ্ত বিবেকের সেলফি- তে আজ শুধু তুমি আর আমি ...।
অনন্ত জীবন জানি সম্ভব নয় ...যেদিন শেষ হব...
ধরনীর বুকে  এ সেলফি- ই থাকুক ফটো –ফ্রেমে ...।।