সাধারণত  সবাই  আমরা  আত্মনিষ্ঠ ই,
তাই  অপরের গুণের  শত প্রশংসার  পরেও
ঐ  'কিন্তু 'টাকে  আর বিশ্রাম দিতে পারিনা....
বস্তুনিষ্ঠ হয়ে  প্রশংসা করতে   আর কজনে পারে.. বল।


আবার, প্রশংসা করতে গেলেও তো   বিপদ.  রে বাপু....
শব্দচয়নের সীমাবদ্ধতায়  অনুপ্রেরণার পরিবর্তে
  বিড়ম্বনায়  ফেলার ভয় তো থেকেই যায়...
তবে হ্যা, স্বার্থসংশ্লিষ্টতা থাকলে  আলাদা কথা....!

তা বলে  কি গুণীজনের  গুণে র কদর করবো না ?
সমালোচনাতেও কি নিষেধাজ্ঞার বেড়াজাল?
সৃজনের উৎকর্ষতা র পরিবর্তন তাহলে কিভাবে সম্ভব?
সব মহত্বের শিকড় লুকিয়ে আছে  যে ভালোত্বের তারিফের মধ্যে।
29.1.2020