মাঝে মাঝে মনে হয়...
প্রতিযোগিতা জগতের বাইরেই  চলে যাই...
মনে হয়....কী মনে হয় জানিস্---
ধ্যুর! ট্রেন না হয় না-ই ধরা হল....
সময় দিয়ে টাকা না-ই বা কেনা হল!
তুলনার ছলনায় আর নাই বা ভুললাম....
নাই বা করলাম আর জীবনের
সফলতার চুলচেরা বিশ্লেষণ...।
তারচেয়ে চল্ না দুজনে মিলে ভাবি...
মুখ ফুটে বলতে না  পেরেও কীভাবে যে
বোঝাতে পেরেছিলাম--- ভালোবাসি!!


আরও কি মনে হয় জানিস?
চল্ না, আরও আগের কথা ভাবি.----
ছায়াঘেরা বাগান...ফড়িং দের সঙ্গে বন্ধুত্ব;
চারপাশে চওড়া দালান...
বাড়িটার সারা গায়ে খড়খড়ে পলস্তরা...
রোদে বালির কণায় হীরের ঝিলিক;
রেন ওয়াটার পাইপে কাঠবিড়ালি র ওঠানামা...
একবার ছাদে, একবার বাগানের পশ্চিম দিকে
শুধু  তাকিয়ে থাকা--- যদি দেখা যায় তোকে একবার!


ভাবতে ইচ্ছে করে  রে...আমার শৈশব,কৈশোর ,যৌবন...
হ্যাঁ,অনেক কিছুরই অভাব ছিল ..মানছি,  তবে কি
জানিস্, বেঁচে থাকার মধ্যে আনন্দ ছিল... আবেগ ছিল!!
1.11.2020