আচ্ছা তুমি কি এখন থেকে নামের আগে বুদ্ধিজীবী  বিশেষণ লাগাতে চাইছো..?
তাহলে  এক কাজ কর,ঢাক-ঢোল পেটাও-- ...বল ,'আমি ধর্ম -নিরপেক্ষ' ....;
হ্যাঁ, এবার বলো, তুমি কী ধ‍রনের ধর্ম নিরপেক্ষ....
'গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ 'না কি 'সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ'?
প্রথমটি র মানে তো 'ধর্মীয় সমন্বয়বাদ' আর অপরটি 'ধর্মহীনতা'  ।
প্রথমটি যদি হতে চাও,একটা মুখোশ জোগাড় কর খুব ভালো দেখে...
আর দ্বিতীয়টি তো  এ উপমহাদেশে এখন আর চলবে না রে ভাই..অবসোলেট!
জান তো, নিরপেক্ষতারও রাজনীতি আছে,তার  থেকে ধর্মকে যদি পৃথক
না করা হয়, তাহলে শাসক দলের ধর্মই রাষ্ট্রের ধর্ম হয়ে ওঠে...
আর বিরোধী হলে তো  কথাই নেই ,কালিদাস হতেও দ্বিধা নেই...।


যাক্,   এবারে জল মেপে লহ   সিদ্ধান্ত-'শাসকের ফেউ ,  না  বিরোধীর ঢেউ'।
  রাজনীতিগত দিক থেকে একটা পক্ষ না নিলে যে বুদ্ধিজীবি হওয়া যায় না রে ভাই!


২.৩.২০২০