আমার বয়স  তখন কতই বা,দশ কি এগারো ...মনে আছে আজও ,
আমায় জানিয়ে দিলে তোমরা  --ঐ করতে পারবে .. এই করতে পারবে না ...
ওর সাথে মিশবে না ...এখন থেকে আর সকলের সাথে খেলা নয়...
আরও কত কি ।  নারী স্বাধীনতার বিশ্বাসে  অনুপ্রাণিত দেশে -
অধীনতামূলক মিত্রতায় বড় হয়ে ওঠা ..এই আর কি।
তবে হ্যা,পড়াশোনার  সুযোগ  দিয়েছিলে  আমায় ,অসংখ্য ধন্যবাদ।
মাঝে মাঝে তোমরা আবার মনে করিয়ে দিতে ...’ তুই তো মা
আর বেশী  দিন এ বাড়িতে থাকবি না ...বিয়ে হলে তো অন্য বাড়ি চলে  যাবি’ ।
মন খারাপের বাঁশি থেকে করুণ সুরে উঠে আসত ,এক সরাইখানা থেকে
আর এক সরাইখানার  অনিত্য জগৎ  ও জীবনের ধ্বনি ...।
অজানা আনন্দ আর অনিশ্চিত ভবিষ্যৎ এর  ভাবনা  তখন ওড়না হয়ে জড়িয়ে  ।
বারবার শুধু  মনে হত, এ পৃথিবীতে আমি হয়ত কারও  ক্রীড়নক ...।
তাছাড়া ছোট থেকেই তো বোঝানো  হয়েছে ..আমার কর্তৃত্ব শুধু আমার একার নয়।
বস্তুত ,নারী স্বাধীনতার প্রবল সমর্থক হয়েও... আমাকে  বিচ্ছিন্ন
করে দেবার  মধ্যেই , হয়ত সফলতার আনন্দ খুঁজে পেতে চাইতে  তোমরা ।


অবশেষে একদিন ,এক সরাইখানা ছেড়ে আর এক সরাইখানায় চলেই এলাম ...।
সঙ্গে নিয়ে এলাম... জল সদৃশ  স্বচ্ছ এক  জীবন ,আকণ্ঠ যৌবন ,
আর এক বুক ভালবাসা ..তাতে শুধু দেওয়ারই নয়, পাবার প্রত্যাশাও  ছিল ।
ও হ্যাঁ ,আরও কি কি যেন সঙ্গে নিয়ে এসেছিলাম...
সহ্যগুণ , সমন্বয় সাধনের সদিচ্ছা , আর অর্জিত শিক্ষার বাস্তব
প্রয়োগ দ্বারা  শান্তির স্থায়ী নীড় গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।


যাক , নতুন বউ   হয়ে এসে... প্রথম দিকে শ্লেষাত্মক আপ্যায়ন,
অনবরত অযাচিত  উপদেশাবলীর গলাধঃকরণ  ,
ছায়া -স্বাধীনতার  স্পর্শ গ্ৰহন  প্রভৃতি পর্বের স্বাদ গ্রহন করলাম ।
প্রক্ষোভকে দমন করতে সক্ষম হলাম, সহ্যগুন নিয়ে এসেছিলাম তো ,তাই ।
যদিও  ভেতর থেকে একটা চাপা আগুন বেরিয়ে আসতে চাইছিল .....।
কিন্তু  না, নিজেকে বোঝালাম ...জীবন ,সমাজ,আর ভবিষ্যৎ প্রজন্মের
মুখের দিকে তাকিয়ে  সংসারটাকে নিজের মতো করে গড়ে তোলার
শপথ নিলাম ,  সেই ‘অধীনতা মূলক মিত্রতা’ নীতির হাত ধরে।


আজ এতদিন পরে,কেন জানিনা,  নারী স্বাধীনতার  বাস্তবিক অর্থ
খুঁজতে চাইলাম ...আত্ম বিশ্লেষণ করে বুঝলাম...আমাদের দেশে নারী স্বাধীনতা হল-  যুক্ত রাষ্ট্রীয় কাঠামোতে ঠিক  যেন একটা রাজ্যের স্বাধীনতার মত ...
তোমার রাজ্যের অধিবাসী দের পালন ও সুশাসন প্রদান তোমার  উদ্দেশ্য ও কর্তব্য...
চেতনার অঙ্গীকারে  তা   পালনেও তুমি বদ্ধপরিকর ,
কিন্তু  তোমার স্বাধীনতা যে কেন্দ্রের আইন ও শাসন নীতি দ্বারা সীমাবদ্ধ।।
                       ---