রক্তের দামে শ্রমিককে দিয়েছিলে তুমি
নিজেকে মানুষ ভাবার অধিকার -
এমনি  এক মে দিবসে ।
রক্ত মাটির ললাট ছুঁয়ে বুক বেঁধে ছিল তাঁরা
কেটে যাবে বুঝি দুঃস্বপ্নের রাত ....
গ্ৰাম  থেকে উঠে আসা মানুষ আছরে পড়ে শহরে
হাতুরি হাতে মেটাবে ক্ষুধা, দিন  আসে বুঝি সমতার।
ভুল,সবই ভুল!  ভুল, সবই ভুল!
এ কোন্ সকাল রাতের চেয়েও অন্ধকার ...
দেখো এখনও তো কত দরিদ্রই শুধু নয় ,দরিদ্র-সীমার নিচেও ....
শ্রেণি-শোষনের  অপর ছায়া লেপ্টে আছে  যে কপাটে।
বুক ফাটে তবু মুখ ফোটে না,চারিদিকে শুধু কর্ম-হীন হবার ভয়।
প্রতি মে দিবসে  যতই বোঝাই শ্রমিক দিবসের বিষয়
কর্মহীনতার ভয়ে ভুলে গেছে   সবে কর্ম-সময়ের জয়।