নীল আকাশে
সাদা নৌকোয়
চড়ে চলেছি
সূর্যাভিমুখে।

যেতে যেতে পথে
নিঃসীম শূন্যতা মাঝে
বিস্ময় জাগে
উজ্বল নক্ষত্র আলোকে।

যত যাই সূর্যসমীপে
ততই যেন দহে মোরে
প্রচণ্ড তাপে।

যোজন যোজন দূর থেকে
হেরিযে উদ্ভাসিত রবিকে
কি সুন্দর লাগে স্বর্ণমুকুটে!

আরো কাছে, আরো সমীপে,
যাই মহাদ‍্যুতিমের করোনার পাশে -

দেখিতে পাই সৌরঝড়ের সর্পিল লেলিহান শিখা
উঠে আসছে ক্ষণে ক্ষণে।

বিজ্ঞানীরা বলে, "সৌরঝলক বা সোলারফ্লেয়ার",
আমি বলি সৌরজোয়ার।

কৃষ্ণনয়নে দর্শন করি জ‍্যোতির্ময়ের
এই অভিনব শক্তিসঞ্চারী রূপ; আপ্লুত, পুলকিত আমি প্রণাম করি তোমায় হে দিবাকরম্।