এক একটি সুখটানে
ফুরফুরে ডোপামিন মেজাজ।

কম্পিউটারের কি-বোর্ডে আঙ্গুল খেলে
ঠিক যেন মারাদোনার পায়ে ফুটবল!
অদ্ভুত নির্ভুলতা! সুরে সুরে হেমন্তের গান।

রক্ত পেয়েছে নিকোটিনের উল্লাসী তেতো স্বাদ
সমুদ্রের গভীর থেকে আর্তনাদ ভেসে আসে
ধূসর ধোঁয়া কুন্ডলী পাকিয়ে ম্রিয়মাণ প্রশ্বাসে।

নগরীর ফুসফুসে ঝুলে আছে
থোকা থোকা কালো আঙ্গুর।

কালো মেঘগুলি আজ গুটি গুটি পায়ে
এসে আকাশকে ভরে দিয়েছে
এক নির্মম বিষণ্ণতায়।

নেশাগ্ৰস্ত রক্তে আজ ভাঁটার টান
বিচ্ছিন্নতার শোকে তিরিক্ষি মেজাজ।

আজকাল ভোর হলেই বেরিয়ে পড়ি
সরোবরের পাশ দিয়ে হেঁটে বেড়াই,
জলে সাদা হাঁসের সঞ্চরণ - মুগ্ধতার আবেশ!

অনাঘ্রাত সকালে ফুসফুস ডুবে যায়
সরোবরের সবুজ জলে, আকাশে সুর্য
দেদীপ্যমান।

রক্তে এখন ভোরের নেশা, নিকোটিনের অন্তর্জলীযাত্রা।