শ্রীনগরের ইকবাল পার্কে একটি
প্রাণদায়ী ওষুধের দোকান চালাতেন
মাখনলাল, কাশ্মীরি পন্ডিত মাখনলাল বিন্দ্রু ।

জঙ্গিদের গুলিতে গুলিবিদ্ধ তিনি আজ।

জঙ্গিরা এত কাপুরুষ কেন হয়
পিছন থেকে বা লুকিয়ে গুলি ছুঁড়ে
পালিয়ে যায়।

জনারণ্যে নয়, দুর্গম অরণ‍্যে করে বাস
এত ভয় কিসের নিরস্ত্র নিরপরাধ জনতায়!

শূন্যতা বুকে নিয়ে
নিহত পিতার পাশে দাঁড়িয়ে
জঙ্গিদের উদ্দেশ্যে সাহসী মেয়ে শ্রদ্ধা বলল,

" সাহস থাকলে সামনে এসে আমাদের
মোকাবিলা করো, পিছন থেকে কেন গুলি করো?"

শ্রদ্ধার প্রতি অফুরান শ্রদ্ধা!