ভয় নেই, আতঙ্ক নেই
সবাই নেমেছে আজ
পথে প্রান্তরে।

সবাই যাচ্ছে আজ অফিস আদালতে
কারখানায়, দোকানে এবং ক্ষেতে খামারে।

রাস্তা আজ বেশ বেগে চলমান
সবাইকে নিয়ে - জন ও যান।

ভয়ের বাতি যেন নিভে গেছে
জীবন আবার জেগে উঠেছে
জীবিকার কিছুটা সুরাহা হয়েছে।

পরিযায়ীরা কাজ পেয়েছে
একশদিনের কর্মপ্রকল্পে
অনেকেই আবার ফিরে যাচ্ছে
চেন্নাই, কেরলে বা পুণে, মুম্বাইয়ে।

রাজার মুখে হাসি
রাজার খাজনা আদায়
হচ্ছে যে বেশি বেশি।

ভোটের বাদ‍্যি উঠেছে বাজি
জনতা যেন কিঞ্চিৎ শঙ্কিত আজি
মিটিং মিছিলে আবার জেগে উঠবে
আমাদের প্রাণের কলকাতা নগরী।

প্রশ্ন একটি -
শীঘ্রই ভ‍্যাকসিন আসার খবর কি সত‍্যি?