রাস্তার বাঁপাশ ধরে এতদিন হেঁটে এসেছি
ছোটবেলায় মা বাবা শিখিয়েছিলেন
নিরাপদ যাত্রা।

চেনাপরিচিত অনেকেই এখন দেখছি
রাস্তার ডানপাশ ধরে হাঁটছেন
বাঁপাশে আর নিরাপত্তা নেই কি?