রাজার ছেলে রাজা হবে
সেটা তো ছিলই রাজতন্ত্রে
নীল রক্তের ঐতিহ্য।

এখন গণতন্ত্র, প্রজাতন্ত্র ---
তবুও এই ঐতিহ‍্য চলছে বরাবর
জলের চেয়ে রক্ত যে অনেক ঘন!

তবে, নীলরক্ত আজ চ‍্যালেঞ্জের মুখে।