শরতের সকালবেলায় নতুন দিল্লীতে
সরদার প্যাটেল মার্গে, উৎফুল্ল মনে।

সবুজ গাছের ফাঁকে আসা মিষ্টি রোদে ভিজে
পাখির নীড় থেকে ভেসে আসা কাকলিতে
মন ভরে হেঁটে চলি কংক্রিটের ফুটপাতের পাশে
সবুজ ঘাসে ঘাসে পা ফেলে।

নদীর মত রাস্তা না রাস্তায় যেন নদী।
জল নয়, ট্রাফিকের স্রোত বয়ে চলেছে নিরবধি।
ঘুম ভেঙে যায় ভোরে, স্কুল বাসে শিশুরা।
কর্মকাণ্ডে এখনই জড়িয়ে পড়বে আমজনতা।

রাজধানীতে আছে আম আদমির জন্যে সমস্ত সুবিধা।
মনে হয় থেকে যাই, পাই যদি রাজভাতা।