নির্বাক পাথরে লিখা কতকালের ইতিহাস!
শিলার স্তরে স্তরে সাজানো গল্প উপাখ‍্যান
রামায়ণ মহাভারত!

মানুষের জন্মের বহুপূর্বে
আলো বাতাস মাটির দিনযাপন
ঘুমিয়ে আছে
পাহাড়ের বুকে
সমুদ্রের গভীরে।

ধ‍্যানের গভীরে, স্বপ্নের অতলে
লুকিয়ে আছে
জন্ম জন্মান্তরের আখ‍্যান।

ডাইনোসর বিলুপ্তির গল্পগাথা
আঁকা আছে ফসিল পাথরে।

ডাইনোসরের তনুতেল আজ বড় মহার্ঘ!

পলি জমে জমে পাললিক পাথর
দুঃখ ব‍্যথা জমে জমে মনপাথর।