ম‍্যাচবক্সে তিনটে কাঠি
অসীম অগ্নিসম্ভবনাময়;
সমস্ত জঞ্জাল ছারখার
করে দিতে পারে নিমিষে নির্দ্বিধায়।

হিমঘরে ঠান্ডা জাকিয়ে বসেছে
লেপমুড়ি দিয়ে সবাই ঘুমাচ্ছে
কালো পোকাগুলি ঘাপটি মেরে
বসে আছে দেয়ালে।

বাজারে মুদ্রাস্ফীতির পারদ চড়ছে।

হলকর্ষণকারীরা আজ রাজপথ বেয়ে যুদ্ধক্ষেত্রে
জলকামানের গোলা,হাড়কাঁপানো শীতের সন্ধ‍্যা
দ্বিধাহীন প্রতিস্পর্ধা ----
"হাম ডরনেওয়ালে নেহি হ‍্যায়।"

বিশ্বায়নের যুগ ----
বিশ্বপুঁজির অশ্বমেধের ঘোড়া
ছুটছে অমিত বিক্রমে
সর্বত্রগামী প্রাইভেট ক‍্যাপিটেল!

অত‍্যাচারী কংসের কারাগারে কৃষ্ণের জন্ম
অশ্বমেধের ঘোড়া রুখবে কে?

ম‍্যাচবক্সে তিনটে কাঠি
অসীম অগ্নিসম্ভবনাময়।