উন্নয়নের জোয়ারে ভাসে নগরী
খুশিতে ছক কাটে কৌশলী।

হরি হরি হর হর বলে বলে
মাতে সবাই প্রভু সংকীর্তনে।

স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা লুটিয়ে পড়ে
প্রিয় ভক্তজনের হাতে হাতে।

উন্নয়ন ভেসে যায় জল জোয়ারে
বাঁধের মধ্যে মৃত্যু ফাঁদ লোভের জাঁতাকলে।

আবার খুশিতে ছক কাটে কৌশলী
এবার মেরামতি হবে যে কয়েকগুণ বেশি।