লাল গোলাপ দিয়ে ফেসবুকে
সকালে সবাইকে উষ্ণ শুভেচ্ছা
মনটা আজ টগবগ করছে।

অঝোরে বৃষ্টি ঝরছে বাইরে
অন্তরে উষ্ণতা।

গাড়িটা জলে সাঁতার কেটে
রাস্তা পার হল।

জানলার পাশে বসে যদি
কবিতা পড়া যেত
সুনীল গাঙ্গুলীর নীরা কে নিয়ে
লেখা যত কবিতা।

তার সাথে একটু উষ্ণ আড্ডা!