নীরবে এসেছি, চলে যাব নীরবে
দুয়ার খোলা।

কিছু চাইনা সে যদি হয়ই বা ভালোবাসা।

মনে রেখো বা না রেখো
তাতে আত্মার কিছু যায় আসে না।

কিছু দিতে পারে যে, সে-ই তো মহাত্মা।