আমি কথা বলতে চাইনা
আমি বোবা হতে চাই।
মাতৃভাষা আজ গুলিবিদ্ধ,
তাই।

আমি মন্দিরে যেতে চাইনা
আমি মসজিদে যেতে চাইনা
আমি গির্জা বা গুরুদোয়ারায় যেতে চাইনা।
ধর্মান্ধরা আজ বিষ ছড়াচ্ছে আকাশে বাতাসে
তাই।

আমি কোনো রঙিন জার্সি গায়ে দিতে চাইনা।
আমি পাশের বাড়ির ভাইয়ের রক্তে
হোলি খেলতে চাইনা,
তাই।

আমি অরণ‍্যচারী আদিম পিতৃপুরুষের
জীবনযাপন চাই।
হৃদয়ে হিংসা লোভ লালসা আসেনা,
তাই।