হঠাৎ মনে আমার শখ জাগল
একটি কবিতা লিখি,
ভাবলাম,কতজনে কত কী লিখে
আমিও ট্রাই করে দেখি।
পরক্ষণেই বুঝলাম জানিনা তো
আমি কবিতার কিছু,
যতই মনকে বুঝাই মন যে আমার
ছাড়তে চায়না পিছু।
মনকে বললাম;আমি তো কবি নই
জানিনা কবিতার ব্যাকরণ,
মন বলে; না জানলেও চেষ্টা করতে
কে করেছে বারন?
বলি; না জেনে-শুনে রাস্তায় নামা
কি আমায় সাজে?
"গণতান্ত্রিক অধিকার তোমার"
গুরুগম্ভীর স্বর কানে বাজে।
নাছোড়বান্দা মনের যুক্তি
খন্ডাতে না পেরে,
সাতার না জেনেই নেমে পড়লাম
উত্তাল কাব্যসাগরে।
আনাড়ি আমি সুর-ছন্দের খোঁজে
হয়রান-পেরেশান,
পাথারের ঊর্মিমালায় হাবুডুবু খেয়ে
ওষ্ঠাগত মোর প্রান।
মন কে শুধালাম; এখনও কি আছে
কবিতা লিখার সাধ?
কহিল;ছাড়ো তো কবিতা,প্লিজ মোরে
করোনা কো বরবাদ।
আমি তো হেসেই খুন, ভুলে গেলাম
সব কষ্টের কথা,
জানি, আদৌ কবিতা লিখা হয়নি
চেষ্টা-প্রচেষ্টা সব বৃথা।