সোনার বাংলাদেশটিরে ভাই
হয়ে গেছে মজার দেশ,
বলতে গেলে নেই শুরু
তার নেইকো শেষ।
নামটি তাহার বাংলা হলেও
ইংলিশে নাই জুড়ি,
বাংলা ভাষার দিনকেও বলে
একুশে ফেব্রুয়ারি।
মূর্খরা সব রাজারে ভাই
জ্ঞানীরা সব প্রজা,
নাস্তিকেরা নোবেল পায়,
ধার্মিকেরা সাজা।
মসজিদ গুলো পাকা পাকা,
নামাজেতে ফাঁকা,
বিদ্যালয় কে পার্ক ভেবে
অনেকে খায় ধোকা।
দেশটি মোদের স্বাধীন হলেও
চলছে অন্যের অধীনে,
ভীনদেশী দাদার আদেশ
কাজ করে তার মননে।
রক্ষকেরা ভক্ষক হয়ে
করছে সর্বনাশ,
তবুও তারা হর-হামেশাই
পাচ্ছে যে "সাবাশ"।
মানুষ হয়ে ওদের কর্ম
পশুকেও হার মানায়,
তাদের তরেই আল্লাহ বলেন
"বাল হুম আদ্বাল্ল"।