অথচ আমি সে দিনও যুবক ছিলাম
শরীরে অশুরে শক্তি ছিলো...
উন্মাদ ষাঁড়ের সামনে নাচিয়েছি
টক টকে লাল রঙের কাপর।


সে দিনও যুবক ছিলাম
যে দিন মুষ্টিযুদ্ধে হারিয়েছি
তিন বারের কুস্তিগির
রামু পালোয়ানের ভাইটি কে।


তখন স্বপ্ন ছিলো আকাশ ছোব


সে দিন সাঁতরে পারি দিয়েছি
ঘুমতি নদীর এপারওপার।
ক্লান্তি আসেনি চোখে আর মুখে
না ঘুমিয়ে দিব্বি রাত জেগে।


যখন যুবক ছিলাম তের বয়সী
সুশ্রী মেয়ের চিঠি বুক পকেটে নিয়ে
সিনা টানে হেটেছি রাজা সেজে।


এইতো সেদিনের কথা
সারা রাত্রি চষেছি ভিয়েতী ঘোড়ার নেয়
তৃপ্তির হাসি ফুটিয়েছি প্রিয় দর্শীনির চোখে মুখে।


তবে এখন কেনো?
শক্তি ক্ষয়া গেছে চুলের সাতে।
দৃশ্য হয়েছে ঝাপ্সা।
চোখের সামনে বুড়িয়ে গেছে প্রিয় দর্শীনি।
বড় হবার সাধ মিটেছে অনেক দিন।


তবে মনটা যে একি আছে বুড়ো হয় নি এক চুল
থেমে আছে আঠেরো তে এখন ও করি সেই ভুল।