যখন ছিলাম মায়ের কোলে,
ভাবছি কত বসে,
বড় হবো দোল খেলব
থাকবে সবাই ভসে।
কিশোর হয়ে ভাবছি বসে
কবে হবো যুবক
পালকি করে বউ আসবে ভরবে বুক চিবুক।
অবশেষে যুবক হলাম অাসলো ঘরে বউ,
জীবন গেলো রসার তলে,
স্বপ্নেও বকে বউ।
ভাবছি বসে একা একা
কবে হবো বাবা,
অানন্দ হবে অাকাশ চুম্মি
হলেই তবে বাবা।
তার পরেতে বাবা হলাম
মিটলো মনের খায়েশ,
এখন দেখি আরেক জ্বালা দিতে হবে তার মুখে পায়েশ।
অবশেষে ভাবছি বসে
কবে হবে চাকরি,
ঘুচবে আশা মিটবে ভাড়া,
হবে বাড়ি গাড়ি।
তার পরেতে চাকরি পেয়ে আনন্দে আটখানা,
বসের ঝাড়ি সপ্তাহ খানি
জীবন এক দোজখখানা।
কাজের মাঝে চেয়ারে বসে
ভাবছি একা আমি,
জ্বালা ছেড়ে অবসান হবো
কবে হবো রিটায়ার্ড আমি।
অবশেষে রিটায়ার্ড হলাম
কাটল জীবন ঘড়ি,
তারপরেতে অবাক আমি ডাকছে আমায় সবুজ ঘুড়ি।