অামি পারব না
সাদা হতে হতে সাদা ভূত হতে
আমি পারব না
লম্বা হতে হতে আঁকাশ ছুতে
আমি কালো আমি বেটে
আমি গর্বিত আমি চাষার ছেলে।
আমার বাবা কৃষক
ফলায় জমিতে সোনালি ধান
তাই তো আমার ঘরে থাকে
অানন্দের তুফান।
তুমি হয়তো থাকো ঐ ইটের ঘেরা শহরে
যেখানে সবাই টাকার পিছনে ছুটে
গ্রামে আছি আছি বেস নাই মনে কষ্ট
শহরে গিয়ে হতে চাইনা নষ্ট
শহর যত ভালোই হোক ধুলো বালিতে ঘেরা
গ্রাম যত খারাপই হোক সুন্দর্যে সেরা।