তুমি আসবে বলে
সিউলের আকাশে আজ রোদ
ঠান্ডা আকাশের বুকচিড়ে
উকি দেয়।।
অশান্ত গ্রন্হি গুলো
বিক্ষোভে অবিচল,
যেন সরকার পতনের আন্দোলন!
থেমে থেমে শ্লোগান।


বহুূদিনের চুপকরে থাকা
এনজাইমগুলো আজ সদাসক্রিয়।।
আমার একান্ত সাদামাটা
বিলাসী জীবনে- তোমার
গায়ের গন্ধ আমাকে বিদ্রোহী করে তোলে।
পনের'শ মাইলের ওপার থেকে
তোমার মোহ ভেসে আসে
বাতাসের আগে।


আমার বিছানায় আজ বসন্ত উতসব।
শুধু তুমি আসবে বলে!
কি এক অসম্ভব উল্লাসী যাতনা
আমার সাথে শুধু আমি না,
ওরা সবাই- ল্যাবের আয়োডিন,
সোডিয়াম, এসপিএলসিরা।।