ছিলাম তো সেই ইচ্ছে নদীর পাড়ে
কিরণে ঢেউ সাজিল নব বেশে,
প্রতিনিয়ত'ই যে ঝিল ভিজিয়াছে ঢেউয়ে
তাহাকে'ই আপন ভাবিয়া কুড়াইলাম শেষে।
দিগন্তের চিলের পানে যখনই চাহিলাম,
কেহ জড়াইয়া ধরিয়া কহিল আসিলাম!
যে স্পর্শ চক্ষু হইতে ঝরাইতে থাকিল কল্পনা,
সে স্পর্শ কি পারিত'না আঁকিতে শান্তির আল্পনা?
ঝোড়ো হাওয়া তাহার কেশে গাঁথিল সুবাস
আলিঙ্গন করিয়া পাইলাম আভাস,
এ শূন্য হাতে অপরূপা নহে মৃত্যু আসিয়া ঠেকিয়াছে
দিগন্তে চাহিয়া দেখিলাম সেই অপরূপা চাহিয়াছে!
বক্ষ'ফাটা ক্রন্দন কহিল ডানা মেলিয়া উড়িয়া যা,
তাহারে বুঝাইবার ক্ষমতা মোর নাই
আমি তো কেবলই তাহারে আধারে খুঁজিয়া পাই
অপরূপা ধরণীর কান্নায় অশ্রু মিশাইয়া কহিল,
যে সুখ তুই পারলি'না জানিতে
তাহা'ই তোরে আনিল পানিতে!