আজকের এই রঙের আকাশ, বাতাস অস্পষ্ট ধূসর মেঘের মতো
জলছবি এই জীবনের ------
এই যৌবন আর বার্ধক্য কালের স্রোতে,
শুধু সেইসব সাদাকালো অচেনা, অজানা পৃথিবীর দিন গুলি
এ জীবন রাঙিয়ে দেয় মনে মনে
আমরা খেয়াল রাখি না ।
সেই ছুটাছুটি ---- "লুকোচুরি" খেলার ছলে তোকে দেখা,
"ছুঁয়াছুয়ি" খেলার ছলেও কতবার সেদিন
তোকে ধরেছিলাম যাপটে, মনে পড়ে ?
"রাজ বাড়ির গোল্লা ছুট"....
কখনো তুই রাজা হতিস হাত ধরে আমরা সবাই প্রজা
কত না ঘুরেছি চারদিক, শেষমেষ তুই ছেড়ে পালাতিস এক ছুটে ।
সেই গোধূলি বিকেলের খেলাঘর
"ফুল বসাবসি", মনে আছে ? চোখ ঢেকে তুই কপালে টিক দিয়ে
চলে যেতিস,
আমাকে সনাক্ত করতে বলা হতো ------
পায়ের শব্দ, গায়ের গন্ধ, আর হাতের ছোঁয়া পেলেও
তোকে চিনতে পারতাম না ঠিক মতো ।

প্রিয়তম, জীবনের সেই সব ছেলেবেলার স্মৃতি গুলো এ বিশ্ব জগতে
সবচেয়ে দামী উপহার, যা এই হৃদয় জুড়ে ------
আজীবন সুখ দিতে পারে, আমরা ভেবে দেখি না ।।


31.03.2020  9:28 AM