অপেক্ষাতেই কাটছে প্রহর দুঃস্বপ্ন হয়েও ঘুম
আসে না আর চোখের পাতা জুড়ে,
প্রেয়সী, এ জীবনে আমার ঘন আঁধার নেমেছে
আশা ভালবাসা গিয়েছে অনলে পুড়ে ।

ব্যার্থ আশায় তবু গুনি দিন শত দিন হয়েছে পার
জীবন দুয়ারে আজ নিস্তব্ধ আমি,
কেঁদে কেঁদে বুক ভাসায়, বাঁধ ভাঙি হাসির ছলে
শুনতে কি চাও কি বলে অন্তর্যামী !

আমি ভবে নিশীদিন মৃত্যুর সাথে লড়ে শরীর
রক্তাক্ত করেছি বেখেয়ালি মনে,
শুধু সেই "ভালোবাসি" কানে কানে কথা বলে
আর হৃদয় পিঞ্জরে আঘাত হানে ক্ষনে ক্ষনে ।।


26.02.2020  6:48 PM