ছায়ায় ঘেরা আমার গাঁয় ..... তরুর শাখে পাখিরা গায়
আমার গাঁয়ের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মাটির পাঁচিলে ঘেরা বাড়ির উঠান,
আম কাঁঠালের বনে পাখি গায় গান।
ফুল বাগে ফুল শাখে ফুটিল কুসুম,
গুঞ্জরিয়া আসে আলি পড়ে যায় ধূম।


রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
দূর গাঁয়ে চলে যায় নদীঘাট ছাড়ি।
হাটুরেরা বোঝা নিয়ে চলে দ্রুতপায়ে,
রবিবারে হাট বসে আমাদের গাঁয়ে।


সারাদিন ধরে হাটে বেচাকেনা হয়,
ভেঙে যায় সেই হাট সন্ধ্যার সময়।
হাঁকাহাঁকি ডাকাডাকি কত কোলাহল,
রাত্রি হলে হাটে কাঁদে কুকুরের দল।


রাতি কাটে ভোর হয় পূবে উঠে রবি,
সোনালী আলোয় ফুটে উঠে গ্রামছবি।
ধেয়ে আসে অলিদল ফুলের সুগন্ধে।
লিখিল লক্ষ্মণ কবি কবিতার ছন্দে।