স্বাধীন ভারতবর্ষ............ উড়িছে ত্রিবর্ণ পতাকা
এস গাহি ভারতের জয়গান (দেশাত্মবোধক কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারতবর্ষ কত খুশি কত হর্ষ
গাহি ভারতের জয়গান,
বল বল বল সবে ভারত নিজ গৌরবে
লভিবে বিশ্বে শ্রেষ্ঠ সম্মান।


পরাধীন দেশমাতা লভেছিল স্বাধীনতা
আজি হতে 77 বর্ষ আগে,
স্বাধীনতা দিবসেতে সকলেই উঠে মেতে
হৃদয়ে পুলক আজি জাগে।


নেতাজি সুভাষ নাম করিলেন সংগ্রাম
আজাদ বাহিনী সেনাদল,
মানি না ব্রিটিশ শাসন সংগ্রাম আমরণ
জাগে আসমুদ্র হিমাচল।


জাতির জনক যিনি গান্ধী নামে খ্যাত তিনি
মহাত্মা গান্ধী সবাই কন,
সত্যাগ্রহ আন্দোলন করিলেন অনশন
আইন অমান্য আন্দোলন।


বিনয় বাদল নাম দিনেশের সংগ্রাম
প্রাণদান করেছেন যারা,
যায় যাবে যাক প্রাণ দিল প্রাণ বলিদান
বহিল রক্ত নদীর ধারা।


স্বদেশ স্বাধীন তরে ত্রিবর্ণ পতাকা ধরে
যারা করেছিল প্রাণ দান,
আজিকার দিনে তাই স্মরণ করিতে চাই
গাহিব তাদের জয়গান।


আজি 77 বর্ষ হতে স্বাধীনোত্তর ভারতে
উড়িতেছে বিজয় পতাকা,
গেরুয়া সবুজ আর মাঝখানে আছে তার
বিজয়ী অশোক চক্র আঁকা।


বল বল বল সবে কোটি কণ্ঠে কলরবে
আমাদের ভারত মহান,
লিখিল লক্ষ্মণ কবি স্বাধীন ভারত রবি
কভু নাহি হবে অবসান।