ভারতের রক্তাক্ত সংগ্রাম...স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ভারত মৃত্তিকা পরে ত্রিবর্ণ পতাকা উড়ে
আজি মোরা সবাই স্বাধীন,
দুইশত বর্ষ ধরে ছিল মা শৃঙ্খল পরে
ব্রিটিশের কাছে পরাধীন।


বিদেশী বণিক বেশে ভারতের বুকে এসে
চালাইল ব্রিটিশ শাসন,
পরাধীন দেশবাসী সবে আঁখিজলে ভাসি
করিল সবে কারা বরণ।


রাখিতে দেশের মান দেশ তরে প্রাণদান
স্বদেশের স্বাধীনতা চাই,
কে হিন্দু মুসলমান সবে ভারত সন্তান
হিন্দু মুসলিম ভাই ভাই।


পাষাণের কারাগার ভেঙে হল চুরমার
সংগ্রাম করে আমরণ,
স্বদেশ স্বাধীন হল ব্রিটিশেরা পলাইল
কবিতায় লিখিল লক্ষ্মণ।