ভারতের রক্তাক্ত সংগ্রাম...স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ভারত জননী মাতা ছিলে তুমি শৃঙ্খলিতা
প্রায় দুই শত বর্ষ ধরে,
ঘুচিল পরাধীনতা লভিলাম স্বাধীনতা
রক্তক্ষয়ী সংগ্রাম করে।


ভারত মৃত্তিকা পরে জাতীয় পতাকা উড়ে
আজি নই মোরা পরাধীন,
উচ্চ হিমালয় শিরে কন্যাকুমারিকা তীরে
সবে জানে ভারত স্বাধীন।


আসমুদ্র হিমাচল সংকল্পে অবিচল
ভারত মোদের জন্মভূমি,
দেশ জাতি ও একতা স্বদেশের স্বাধীনতা
নমি তোমা ভারত জননী।


স্বাধীনোত্তর ভারতে মহান দেশ গড়তে
এস সবে করি অঙ্গীকার,
উদিত ভারত রবি কহিছে লক্ষ্মণ কবি
লিখে কবি কবিতায় তার।