ভারতের রক্তাক্ত সংগ্রাম....স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দুইশত বর্ষ ধরে মা ছিল শিকল পরে
পরাধীন ছিল দেশবাসী,
চাষীদের আনি ধরে নীলচাষে বাধ্য করে
ক্ষেপিয়া উঠিল যত চাষী।


গাঁয়ের চাষীর মিলে নীলকুঠি ঘিরে ফেলে
সাহেবরা দাগিল কামান,
কামান গর্জন করে বারুদের ধোঁয়া উড়ে
বলি হল কত তাজা প্রাণ।


নীলকর অত্যাচারে কত চাষী গ্রাম ছাড়ে
দেশজুড়ে উঠে হাহাকার,
চাষীদের প্রাণদানে নীলচাষ অবসানে
স্বাধীনতা পায় অধিকার।


চাষীদের অন্ন নাই অনশনে দিন যায়
দুর্ভিক্ষ আসিল বাংলায়,
চাষী করে অনশন লিখে কবি শ্রীলক্ষ্মণ
লিখে রাখে তার কবিতায়।