ভারতের রক্তাক্ত সংগ্রাম...স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বল বল বল সবে দাসত্ব ঘুচিবে কবে
কবে হবে স্বদেশ স্বাধীন,
ব্রিটিশ ভারতে এসে সাজিল শাসক দেশে্
মোদের করিল পরাধীন।


এস এস এস সবে সংগ্রাম করিতে হবে
মানিব না ব্রিটিশ শাসন,
যায় যাবে যাক প্রাণ রাখিব দেশের মান
সংগ্রাম করিব আমরণ।


জাতি ধর্ম নাহি জানি জাতিভেদ নাহি মানি
ভাই ভাই হিন্দু মুসলিম,
কে হিন্দু, মুসলমান? মোরা ভারত সন্তান
সাথে আছে রাম ও রহিম।


আজি ভারত স্বাধীন আর নহি পরাধীন
গাও ভারতের জয়গান,
বন্দে মাতরম ধ্বনি কান পেতে শুনি আমি
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।