ভারতের রক্তাক্ত সংগ্রাম...স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বর্গীরা আসিল দেশে ব্রিটিশ বণিক বেশে
ভারতের বুকে আগমন,
বাণিজ্য করিতে এসে শাসক সাজিল শেষে
বলিহারি ব্রিটিশ শাসন।


বন্দিনী ভারতমাতা হারাইল স্বাধীনতা
দেশজুড়ে উঠে হাহাকার,
চাষীদের আনে ধরে নীলচাষে বাধ্য করে
সাহেবরা করে অত্যাচার।


অবাধ্য চাষীরা মিলে নীলকুঠী ঘিরে ফেলে
সাহেবেরা চালাইল গুলি,
মহুর্মুহু গুলি করে কত চাষী গেল মরে
উড়িল মাথার কত খুলি।


নীলকর অত্যাচারে কত চাষী দেশ ছাড়ে
কত প্রাণ হল বলিদান,
ব্রিটিশেরা পলাইল ভারত স্বাধীন হল
কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।