ভারতের রক্তাক্ত সংগ্রাম....স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পরাধীন দেশমাতা স্বদেশের স্বাধীনতা
দেশবাসী করহ সংগ্রাম,
অস্ত্র ধরি নিজ হাতে কর রণ একসাথে
হইবে সফল মনস্কাম।


প্রাণদান মুক্তি পন সংগ্রাম আমরণ
দেশতরে এই হোক ব্রত,
ভারতীয় সেনা যত হয়োনা কভু বিব্রত
সংগ্রামে সদা হও রত।


বিদেশী শত্রুর সাথে তরবারি ধরি হাতে
পলাশীর রণক্ষেত্রে আসি,
দেশ জাতি একপ্রাণ সবে করি রক্তদান
যুদ্ধ করিল ভারতবাসী।


পলাশীর প্রান্তরেতে যুদ্ধ ক্লাইভের সাথে
প্রাণ দিল নবাব সিরাজ,
কহিছে লক্ষ্মণ কবি অস্ত স্বাধীনতা রবি
বঙ্গভূমি পরাজিত আজ।