ভারতের রক্তাক্ত সংগ্রাম...স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দুইশত বর্ষ ধরে ছিল মা শৃঙ্খল পরে
বন্দিনী মোদের দেশমাতা,
পাষাণের কারাগার ভেঙে কর চুরমার
চাই স্বদেশের স্বাধীনতা।


দেশের মাটিতে এসে বিদেশী শাসক বেশে
করে ওরা ভারত শাসন,
বণিকের মানদণ্ড হয়ে ওঠে রাজদণ্ড
করিল আইন প্রণয়ন।


চাষীরে আনিল ধরে নীলচাষে বাধ্য করে
পুনঃ পুনঃ করে বেত্রাঘাত,
নীলচাষ না করিলে তাদের ভূমিতে ফেলে
উপাড়িয়া ফেলে তার দাঁত।


চাষীদের অন্ন নাই অনশনে দিন যায়
দেশজুড়ে উঠে হাহাকার,
লিখিল লক্ষ্মণ কবি অনশনক্লিষ্ট ছবি
লিখে কবি কবিতায় তার।